সব রাজা'রা ভাবতো যদি
তারা সেবক জনতার,
সুখের ছুঁয়ায় বিশ্ব নিখিল
থাকতো শান্তিতে অপার।
হতো না আর বিভেদ অত
সুখের হতো প্রাণ সকল,
কলুষ যতো দূর হতো সব
বিশ্বটাই হতো অমল।
আমলা মন্ত্রী রাখাল বালক
নামতো সবে এক মাঠে,
গলাগলি ভাব বিনিময়,
বসতো মেলা এক ঘাটে।
রাজা মশাই রাখতো খবর
কার হাঁড়িতে কি চড়ে,
সবার খাওয়ার খবর পেলেই
ফিরতো সে আপন ঘরে।
সেই সে রাজা আসবে কবে
বিশ্ব নিখিলের পরে,
গরীব দুখীর মনের গোলায়
সুখ ছিটাবে প্রাণ ভরে।