আষাঢ় এলো মিটাতে তৃষা তৃষ্ণাকাতর ধরণীর
তীব্র খরতাপ তাড়াতে নামলো আজি বর্ষার ঢল,
প্রকৃতির বিতানে প্রাণের সঞ্চারণ জাগে পুলকে
দহনকাল হলো অবসান তপ্ত প্রাণে ছুঁয়া শীতল।
আকাশ ভারী ঘন বরিষণ বৃষ্টিস্নাত বৃক্ষরাজি
টাপুর টুপুর নামছে বারি টিনের চালের নাচন,
বৃষ্টি রাণীর মন ময়ূরী তুলছে পেখম এই নিশি
ধুইয়ে দিতে এলো ধরার বুকে দুখিনীর কাঁদন।