আরও একটি নক্ষত্রের পতন
নিভৃতে নীরবে চির প্রস্থান,জানলো না কেউ
বুঝতেও দিলেনা কাউকে,কি তার ক্ষত?
অচিন অতিথির মতো শুধু মিষ্টি হাসি
কেমন আছো তোমরা সকলে,আমি ভালো আছি।
এই কী জীবন?
ঠিক তাই,দ্যাখেছি যতো তাকে পেয়েছিও তাই
অবাক বিস্ময়ে ভেবেছি কতোবার,
অঢেল সম্পদ আর প্রাচুর্যে থেকেও কত নিরহংকার!
এমনও কী হয় মানুষ?
তার উপর মস্ত ডিগ্রিধারী হয়েও অতি সাধারণ
পোশাক পরিচ্ছদেও সতর্ক দৃষ্টি,
কিছুতেই যেনো অহংকার ফোটে না উঠে মনে।
দেখেছি তার
সদাচার নিষ্ঠাবান বিচক্ষণ মনুষ্যত্ববোধের স্বাক্ষর
এতো বড় ডাক্তার হয়েও কখনো বাহিরে চেম্বার এর
গুরুত্ব দেখিনি কোনদিন,ছুটেনি কদাপি সুনামের পিছু,
নাম যশ খ্যাতিতে তিনি ছিলেন নির্লোভ,নির্মোহ।
মনে পড়ছে দুটি কথা তার
শোন সোহাগ, প্র্যাক্টিসটা এখন হচ্ছে দালাল কেন্দ্রীক
নৈতিকতার বিসর্জন দিয়ে এটা আমার সম্ভব নয়,আর
আল্লাহ দিয়েছেন জ্ঞান,বিদ্যা তা আমি হাজার হাজার
ছাত্রদের মাঝে দিয়েছি অকাতরে,ওরাই এখন বড়
ডাক্তার,এটাই আমার আত্মতৃপ্তি,কেউ না জানুক
আমি'তো জানি কর্তব্যে দিইনি কখনো ফাঁকি এতটুকু।
আমরা সরকার পরিবার মর্মাহত
আমাদের অভিভাবক,পথ প্রদর্শক,ন্যায়ের ঝাণ্ডা
শিশু বিশেষজ্ঞ অধ্যাপক(অব:)ডাঃ শফি উদ্দিন আহাম্মেদ
আমাদের ছেড়ে না ফেরার দেশে গমন করেছেন,
ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন।
উনি ২৯-১১-২০২৩ ইং তারিখে রাত ৯:০০ ঘটিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন
==========================
(আমরা সরকার পরিবারের পক্ষ থেকে মরহুম
অধ্যাপক(অবঃ) ডাঃ শফি উদ্দিন আহাম্মেদ এর আত্মার মাগফিরাতের জন্য মহান রবের নিকট প্রার্থনা করেছি, হে আমাদের প্রতিপালক আপনি আপনার দয়া দ্বারা মরহুমের পরকালীন জীবন প্রসন্ন করুন,আমিন।
আপনারা সকলেই উনার জন্য দোয়া করবেন)