ভাসি ডুবি কখন যে হায় নিজেই কিছু বুঝিনা
অন্যের পিছু ঘুরি সদাই আপনা খবর খুঁজিনা।।
বেখেয়ালি জীবন আমার কখন ডুবি পাতালে
চক্ষু মেলি দ্যাখছি আবার রই পড়ে রই চাতালে।।
ক্যামনে ঘুরি ঘুরায় কিসে আমি কিছুই জানিনা…
অন্যের পিছু ঘুরি সদাই আপনা খবর খুঁজিনা…
জ্ঞানহীনা যে চির অধম বুঝি কি আর তার মানে
আমার মনের ব্যকুলতা সকল কিছুই সেই জানে।।
কোন ইশারা পাই কদাপি ভাসি আবার দূর ব্যোমে
সাধ্য নাই মোর তার সে ভাষা বুঝতে আমি পারিনা…
অন্যের পিছু ঘুরি সদাই আপনা খবর খুঁজিনা…
ভাসি ডুবি কখন যে হায় নিজেই কিছু বুঝিনা
অন্যের পিছু ঘুরি সদাই আপনা খবর খুঁজিনা।