অন্ধের দেশে চক্ষুষ্মানের চলতেই ভীষণ বাঁধা রয়,
সকল দৃষ্টি-হীনের ভিড়ে মান বাঁচানোয় যে সংশয়,
চোখ থাকিতে অন্ধ যারা;
সত্যই তারা বিবেক হারা;
নিজ সুখেতে পরের ক্ষতিই ওদের আসল পরিচয়,
সকল দৃষ্টি-হীনের ভিড়ে মান বাঁচানোয় যে সংশয়।

অন্ধের এখন দলটি ভারী সকল ক্ষেত্রে ওদের জয়,
নির্লজ্জতার  ভাঙছে বেড়া সৎ মানুষদের পরাজয়,
এইখানেতে সবাই  অন্ধ;
জ্ঞানীগুণীর দ্বার টি বন্ধ;
সেই বিষাদেই সুধী জনে একাকীত্বেই করছে লয়,
সকল দৃষ্টি-হীনের ভিড়ে মান বাঁচানোয় যে সংশয়।

অন্তরদৃষ্টি ভোঁতা যাদের আত্মত্যাগী তার হবার নয়,
কূটকৌশলের ধুম্রজালেই করছে সুখের জগত ক্ষয়,
সত্য যেনো দেখতে মানা;
স্বার্থের তরে জগত কানা;
সবই পারে অই সকলে যার দিলে নাই আল্লার ভয়,
সকল দৃষ্টি-হীনের ভিড়ে মান বাঁচানোয় যে সংশয়।