হাঁটছি ক্রমাগত পৃথিবীর এই পথে
যেথায় চরণ ফেলে গিয়াছে পিতা পিতামহ
কত পদধূলি রেখে গেলো ধরণীর বুকের পরে
কত স্মৃতিচিহ্ন অনাদিকালের স্বাক্ষর
ভোরের রবি গায়ে মেখে দেখেছি
ফসলের মাঠে জল কাদায় কতো কসরত
দুপুর গড়িয়ে বেলা বয়ে যায় হয়নি সময় ফেরার
আনমনে স্বপ্ন যায় বুনে মমতার সারল্য হাত
রোদ বর্ষায় কতো জীবন সংগ্রাম
অক্লান্ত পরিশ্রম একমুঠো নুন ভাতের
তাদেরই তিতিক্ষায় ধরণী আজ আমাদের বাস যোগ্য
কখনো অধিকার আদায়ের দাবীতে রাজপথে
আবার কখনো রণাঙ্গনে রাইফেল কাঁধে সম্মুখ সমরে
কখনো বা বুলেট বিদ্ধ মৃত্যুর মিছিলে
আমরা তাদেরই ঔরসজাত
ওদেরই দেখানো পথে চলেছি বিরামহীন
ছুঁটেছি অনন্ত প্রত্যাশার ঝাণ্ডা হস্তে
ক্লান্ত শ্রান্ত আমি
ওগো সত্য পুরুষ মায়াময় বসুধার আগামী
হাতটা বাড়াও ধরো তরবার উড়াও কেতন
এবার আমায় দাও ছুটি
যে পথে গিয়াছে পিতা পিতামহ
তাদেরই মতোন আমিও যাত্রী হবো অসীমের