আজো জাগি বিনিদ্র যামিনী ক্লান্তিহীন,
নিশাচরী যায় কেঁদে প্রেয়সী দূর অচিন।
শুনেছি কত বিরহীর সকরুণ আর্তনাদ,
হৃদয় হারার আর্তি কত শত উচ্চ নিনাদ।
ক্ষয়ে যাওয়া তারার কতো দেখি বিলাপ
নিবিড়তায় শুনি বিরহীর বেদনার প্রলাপ।
আমিও জাগি অনন্ত যামিনী হৃদে বড় দুখ
আঁধারের স্তব্ধতায় খুঁজি নিদ হরার মুখ।
কত যে রাত কেটে গেলো এমনি নির্ঘুম,
কেউ'তো দিলেনা নিদহীন আঁখিতে চুম।