আমি মানুষ
কে বলেছে আমি অন্য?
কে বলেছে বলতে আমায় কবি কিম্বা অন্য কেহ?
বলছি আমি শোন,মানুষ আমার নাম,মনুষ্যত্ব হলো ধর্ম
আমি সৃষ্টি যাঁর,কেবলি আমি সেই বিধাতার চমৎকার!

আমি মানুষ
স্রষ্টার নির্দেশিত গোলাম মাত্র
অন্যায় জুলুমের কাছে মাথা নত না করা শিক্ষা তারই
সকলের কাছেই শিখতে চাই জীবনের পাঠ
নির্দ্বিধায় নির্ভয়ে নিশ্চিন্ত মনে তাই করি প্রতিবাদ

আমি মানুষ
কে বলেছে আমার ভালোলাগা নেই?
নিশ্চয়ই আমি রক্তে-মাংসে গড়া স্বাধীন মানুষ
তা বলে একমুখী অন্ধ প্রীতি নেই কোন বিশেষের প্রতি
তোষামোদ বা পা চাটা আমার স্বভাব বিরুদ্ধ
ন্যায় কে ন্যায় আর অন্যায় কে অন্যায় বলতে জানি।

আমি মানুষ
আমি মানুষ হয়েই থাকতে চাই
কোন প্রেক্ষিতেই আমি চাই না সেই "কবি" হতে
যেথায় শাসকের অভিলাষে লাশের মিছিল দেখেও-
কোন কোন কবি শব্দ জাল বুনে যায় নিমগ্ন চিত্তে
কেউ আবার খুঁজে আনমনে জ্যোৎস্না রাতের তারা
আবার কেউ খুঁজে ক্ষেতের আইলে কৃষকের সুখ
কেউ বা আবার স্বৈরপতনের শোক মাতমে পাগলপারা
আমি চাই না কখনোই সেই তোষামোদি কবি হতে
আমি কেবলি বিধাতার রাজ্যে মানুষ হয়েই থাকতে চাই।