তখনও ছিলো প্রেম
ছিলাম ছোট,বুঝিনি হয়তো তেমন-
কেন এতো লুকোচুরি ছিলো ওদের?
শুনেছি অমুক ভাই বা কাকা কাকে যেন ভালোবাসে
ব্যাস ওটুকুই,মাঝে চলে গেলো আমাদের কৈশোর।

অল্প অল্প করে অনুভব করি কে যেন আমাকেও টানে!
কি বোলবো তাকে বুঝিনি তখনও,শুধুই চেয়ে থাকা-
আড় চোখে সেও তাকায়,আবার তড়িৎ চোখ সরায়।

কেটেছে এমন আমাদের সময়কার প্রেম খেলা
স্কুলের বারান্দায় হাঁটতে যতটুকু হয় দ্যাখা ঐ যা
আর হয়নি সুযোগ কারো দেখা বা কথা বলার
কী ভীতি ছিল অন্তরে? কে কোথা থেকে দ্যাখে,
পাছে বদনাম হয়, মা বাবা মুখ দেখাবে কি করে?

কত চিঠির উত্তর প্যান্টের গোপন পকেটে থেকেছে-
দিনের পর দিন,দেয়াও হয়নি আবার কোনটার উত্তর।
কেউ হয়তো ভোর বেলায় দাঁড়িয়েছে রাস্তার মোড়ে-
প্রাণের প্রিয়তমাকে একটিবার দেখার ছলে,সেখানেই
জেনেছে হয়তো,ছেড়ে গ্যাছে তার প্রিয়া অতি বিরহে!

না ফোটা কুঁড়ির মতো ঝরে পড়েছে অগুণতি প্রেম
টু শব্দটিও শুনিনি কারো পক্ষে,গুমরে গুমরে কেঁদে- প্রেমিক হৃদয়ের কত নিশি হয়েছে গত, তবুও
নিঃশব্দে মেনে নিয়ে দিয়েছে ডুব নতুন ভালোবাসায়…

তখনকার প্রেমে হয়নি মেশা খুব
তবু শুনি একে অন্যেরে আজো করে খোঁজ
কী আশ্চর্য মমতায় ধরে রেখেছে অল্প সময়ের
চোখে চোখ রাখার তীব্র আকর্ষণের স্মৃতি, না বলা
কথাগুলি আজো হয়নি বলা অনেকের,তবুও-
সেই দিনের ঐ টুকুন স্মৃতি যেন অনন্ত প্রেমের স্বাক্ষর…