দীর্ঘ আঁধারে স্তিমিত কালের আকাশ,
দুর্ভাগা নক্ষত্র খসে করে হাহুতাশ।
অস্তিত্ব হারায়ে ভুগে উদ্যমী বাসনা,
অনন্ত যাতনা ভালে হলো ষে সূচনা।
কাটে না গহীন নিশি ভাবনা অসীম,
কন্টক বিঁধে হৃদয়ে যাতনা নিঃসীম।
যাহা কিছু ঘটে তবু নেই প্রতিবাদ,
সয়ে যায় ক্রিয়া সব রয় নির্বিবাদ।
আসিবে স্নিগ্ধ প্রভাত আলোকিত ভোর,
দূর হবে যতো সব আঁধারের ঘোর।
অগ্নি মশাল জ্বালিয়ে করো দূর কালো,
পৌঁছে দাও সব ঘরে সত্য ন্যায় আলো।
নিষ্প্রভ ধরণী যাচে দীপ্ত প্রভাকর,
জ্যোতির্ময় ধরা হোক নির্মল অজর।