কোন্ সে পাষাণ তোমাতে করিছে ভেদ,
তোমারি সৃষ্ট জাতিতে হানে বিচ্ছেদ;
স্পর্ধা দেখায় কোন্ বাহাদুর,
দেখি কত পাটা আছে বুকে ওর,
সম্মুখে আয় ঘুচাবো তোর প্রভেদ।
প্রভুর মাটিতে হুকুম মানিনা কারো,
যত বিদ্বেষী মনোভাব হোক আরো;
মরণের খেলা খেলবি কে আয়,
আল্লাহ্ যার সে কী অসহায়?
সুবিচার পেতে হৃদয়ের ভীতি ছাড়ো।
প্রভুর রুজুকে ধরিতে যে জন পেলো,
প্রাণের মমতা তুচ্ছ করি সে এলো;
আল্লাহ প্রেমী ওরাই সত্য,
তাদেরি প্রতাপে কাঁপিছে মর্ত্য,
দিকেদিকে শোন হায়দরী হাঁক এলো।
খেকো না আয়েশে ওহে মুসলিম ভাই,
পরীক্ষা ছাড়া ঈমানের দাবি নাই;
জালিমের সাথে করো না আপোষ,
মোহমায়া ভোগে হয়ো না বেহুঁশ,
দ্বীনের কায়েমে সাচ্চা ঈমান চাই।
প্রভুর সত্তা যেই করে অস্বীকার,
মানুষের ঘরে জন্মে সে জানোয়ার;
ধিককার তারে অহমিকা যার,
উঁচু মাথা নত করিতে এবার
সমস্বরে বলো আল্লাহু আকবার।