এসেম্বলিতে দাঁড়িয়ে সকলেই
সকল ছাত্রের তীক্ষ্ণ দৃষ্টি শরীরচর্চা শিক্ষকের উপর
কে জানে কার পিঠে পড়ে ছিপছিপে কঞ্চির দু’ঘা,
বিচার বিবেচনায় বড় সৌখিন,ভালো মন্দ বিচার্য
নয়,উনি সকলের পিঠ দখল নিয়েছেন অনায়াসেই
বলছিলাম আমাদের সকলের প্রিয় মাষ্টার মশাই
সদা হাস্য,পান খেকো "আলী আকবর স্যার"এর কথা
চমৎকার সারল্য জীবনের যেনো দীপ্যমান দৃষ্টান্ত
ছাত্র শিক্ষক নয় যেনো বন্ধুসুলভ সম্পর্কের সেতুবন্ধন
আমরা ক'জন দুষ্টের শিরোমণি
স্কুল পাড়ার গণ্ডি পেরিয়ে বাজারেও আনাগোনা শুরু করি খুব ,সকলের মুখে মুখে আমাদের দুষ্টুমির
আলাপচারিতা থাকলেও সামনে এসে বলার সাহস
করতো না কেউ,বড় বংশের ছেলে বলে কথা
কিন্তু সে তোয়াক্কার রেশ তাঁর ধাঁচে নেই বিন্দুমাত্রও
শাষণের কাজটা উনি শক্ত হাতেই করতেন অনায়াসে-
এসেম্বলিতে দাঁড় করিয়ে সকলের সম্মুখে,আবার
কত কসুর মার্জনা হয়েছে ভালো ফুটবল খেলতাম বলে
অত্যাচারও করেছি ঢের,মিষ্টি হেসে দুষ্ট বলে ছেড়েছেন
বেড়েছে বয়স থেমেছে দুরন্তপনা
স্কুলের সাথে দীর্ঘ ত্রিশ বছরের ছেদ
প্রিয় স্যার সেও স্কুল ছেড়েছে বছর পনেরো হয়
হয় না দ্যাখা কতকাল কালের ব্যস্ততায়
কত স্মৃতি মনের কোণে ছটফটিয়ে উঠে মুহুর্মুহু
জীবনের এ বেলায় স্মৃতি হাতরিয়ে ফিরি অতীতের তীরে
খোঁজ করি কতো প্রিয় মুখ,হারানো ছেলেবেলা
অনেক হারিয়ে যাওয়ার ভীরে আজো মনে পড়ে খুব
প্রিয় আলী আকবর স্যারের মধুর শাসন
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
উৎসর্গ:-
প্রিয় স্যারের কর কমলে
প্রিয় স্যারের দীর্ঘায়ু কামনা সর্বদাই সেই সাথে
হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সশ্রদ্ধ সালাম রাখলাম অন্তহীন।
===================================