(পরম করুণাময়ের নামে আরম্ভ করিলাম)
===========================
এতদসম্পর্কে যদি সন্দেহ পোষণ,
উদিত হয় কদাপি কাহারো অন্তরে;
তবে বন্দার প্রতি যা করেছি সৃজন,
অনুরূপ এক সুরা আন তৈরী করে।
সাহায্যকারী নাও না আছে যত জন,
সত্যবাদী হও যদি আনো বুকে বল
দেখাও সৃষ্টি করিয়া এমন সৃজন
এক আল্লাহ বিহীন বিফল সকল;
আর যদি নাই পার,পারিবেনা জানি,
তাহলে প্রচেষ্টা করো বাঁচাতে নিজেকে;
জাহান্নাম হবে যার অনন্ত জ্বালানী-
মানুষ আর পাথর, বাঁচো তার থেকে।
এই আজাবে ভোগীবে যাহারা জঘণ্য
প্রস্তুত রয়েছে তাহা কাফেরের জন্য।