কৈশোর হতেই ছুটেছি আকাশটাকে ছোঁব,
মেঘের মতোন ভেসে ভেসে তার বুকে রব।
আকাশ বুকের ঐ তারাদের সাথি হব তাই,
কত নিশি জাগি একেলা হিসাব জানা নাই।
চাঁদনি রাতের আাকাশটা বড় ভালো লাগে,
চাঁদের কিরণ প্রাণে নিতি জাগে অনুরাগে।
যায় ডেকে হায় নীরব মায়ায় ইশারাতে,
আাকাশ ছোঁয়ার স্বপ্নে জাগি চাঁদের সাথে।
ভোরের সুরুজ নিশি শেষে দেয় হানা হৃদে,
মেটাতে চায় সহসা আকাশ দেখার খিদে।
ভাবছি তখন একদিন আমি বড়ো হবো,
দূর যতো হোক তবুও আকাশটাকে ছোঁব।
বেশ"তো হলাম ঢের বড় আজ দিনে দিনে,
দূরের আকাশ সে-ও আমাকে রাখছে চিনে।
বোলছে আকাশ এ নয় অন্য কারো দেশ,
হই না যতোই বড়ো তবে তার আছে শেষ।