কোন অনুযোগ না রেখেই হারালে কোথায়
নিজেকে করেছো আড়াল শুধুই আপন খেয়ালে
পাইনি খুঁজে অস্তিত্ব তোমার
নিঃসঙ্গের বিমূঢ়তা জেঁকে বসে আছে মনের কোণে!

তবুও কী পেরেছো করতে আড়াল নিজেকে ?
আমার বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না
তোমার গায়ের গন্ধ আজো আমার প্রতিটি নিঃশ্বাসে
রুধির প্রতিটি কণিকায় তোমার উপস্থিতির অনুভব
কী কোরে পারবে ভুলিয়ে দিতে মন থেকে?

পারবে কী?পারবেনা কোনদিন …
মনের স্বাধীনতাটুকু নিশ্চয়ই একান্তই ব্যক্তিগত।

নাই এলে জীবনে আর!
পাতার বাঁশি সে রয়েছে আজো আমার
আজো বাঁধি সুর,বিরহবিধুর!
মাতাল হাওয়ায় একলা উদাস দুপুর!

ঐ যে তপ্ত দুপুরের ছায়াবৃত শিমুল তলা,
প্রতিটি ক্ষণে ডাকে আমায়,ঝিরিঝিরি পাতার শব্দ,
টিয়া পাখিদের টা,টা স্বরে মুখরিত পুরো গাঁ
যেথায় দুজনে মিলেছি একান্তে অবিরত
ও খোঁপায় গন্ধহীন শিমুল শোভায় নিমগ্ন রয়েছি কত
সবি'তো হৃদয়ে রয়েছে গাঁথা নিঃসীম পূর্ণতায়,
কি করে পারবে ভুলাতে?
স্মৃতিগুলো হৃদয়পটে চির ভাস্বর অপার মুগ্ধতায়
জেনে রেখো আমার মনের অলিন্দে তোমারি নিভৃত চলা

তাই'তো
আজো বাঁধি সুর
আজো গাই গান হোক না যতোই বিরহবিধুর …