ধান গুছিতে স্বপ্ন গাঁথি
চারা সারি সারি,
তীব্র খরায় তপ্ত কাদায়
মুখটি রয় যে ভারী।
নয়ন জ্বলে ঘামের নুনে
জিব শুকিয়ে সারা,
তবু থামার নাই যে সময়
সূর্য ডুবার তাড়া।
সূর্য্যি ক্ষেপা তাও যে মধুর
সুখ আগামীর আশা,
পুড়ে পুড়ুক ভিতর বাহির
তবু স্বপ্নে ভাসা।
সোনার ধানে ভরবো গোলা
সুখ যে বারোমাসী,
খরা'র দহন থাকবো ভুলে
থাকবো হাসিখুশী।