শাশ্বত স্বপ্ন ঘোরে
অগোছালো এ-ই জীবনের চারপাশে
ছোঁয় না আমায় বহুদূর যায় সরে সরে অবহেলে
নীরবতা নামে জীবন আঁধারে,শুনি
দূর প্রান্তরে কে বাজালো হায় চির বেদনার সুর!
তবুও অবুঝ ছুটে অবিরত করে স্বপ্নের খোঁজ
সময় হারায় কালের গর্ভে পায় না নাগাল তার
অদলবদল হয় জীবনের পাঠ
অভিমান জমে ঢাকা পড়ে রয় অক্ষরগুলো সব
থেমে যায় পোড়া মনের স্বপ্ন সাধ
হয়না কাব্য স্বপ্নের মতো রঙীন স্বপ্ন মাখা
নিঃশেষে তাই অধরা স্বপ্নগুলো করে যাই খোঁজ!