তুমি ধরা দিলে পাই
না হলে হারাই
অবুঝের এ খেলায়
প্রাণ যায় যায়
এ ব্যথা কি যে ব্যথা
কেমনে কারে বুঝাই!