🖇 সুনামগঞ্জ, ভালোবাসি তোমাকে 🖇
নারীর খোলা চুলের মতো দোলা দিয়ে দুলতে থাকা
বয়ে চলা তোমার সুরমা নদীকে, অনেক ভালোবাসি
ভালোবাসি তোমার আকাশ বাতাস, তোমার জোছনা
ভালোবাসি তোমার গাছপালা, তোমার আঙিনা
তোমার মধ্যে হেঁটে চলা, অলি গলি পথও
ভালোবাসি তোমার দেওয়া, সকল দুঃখ ক্ষত
তোমার সকল বিদ্যাপীঠ, মন্দির মসজিদ গির্জা
ভালোবাসি তোমার ঘর-বাড়ি, তোমার সাজসজ্জা
ভালোবাসি তোমার লোকসংগীত, বাউল ভাটিয়ালি গান
ভালোবাসি তোমার নৈসর্গিক সৌন্দর্য, জুড়ায় মন প্রাণ
ভালোবাসি তোমার বন্যা খরা, খাল বিল হাওর
নতুন পানি, নতুন ধান, মাছ বালি পাথর
তুমি ছিলে খেলার সাথী, তুমি লেখাপড়ায়
সকাল হতো তোমায় দেখে, দেখতাম সন্ধ্যে বেলায়
তোমার ঘরের সকল মানুষ, নিকট আত্মীয়
কেহ বন্ধু কেহ ভাই, কেহ অতি প্রিয়
জীবন এখন নিয়ে এলো, অন্য শহরে
কাঁচা মনের প্রেমের মতো, তোমায় মনে পড়ে
দরিদ্রতা মেনেও তোমায় অনেক ভালোবাসি
তুমি আমার শৈশব কৈশোর , চিরদিনের হাসি।