কী একঘেয়েমি
সকালে দুপুরে সন্ধ‍্যায় রাতে
রাতে সকালে দুপুরে সন্ধ‍্যায়
ঘুরছে আমার পৃথিবী

ষড়রিপুকে কেন্দ্র করে ঘুরছে পঞ্চ ইন্দ্রিয়

পৃথিবীর ক্লান্তি নেই
আমি ভীষণ ক্লান্ত
পৃথিবীর অনুভূতি নেই
আমারও অনুভূতি না থাকলে
ক্লান্তি লাগত না

মাঝে মাঝে ভাবি
এ ঘোরা শেষ হউক
না হয় পরাজয়ই মেনে নিলাম

কী হবে এত বছর বেঁচে থেকে
না জন্মানোই বোধহয় ভালো ছিল

মনে পড়ে বাবার কথা
মনে পড়ে মাকে

বাবার ঋণ বুঝতেই এক জীবন চাই
এক জীবন মায়ের

জীবনকে বুঝতে এক জীবন চাই
এক জীবন জীবনকে গড়তে

এক জীবন চাই শুধু তোমাকে দেখতে
এক জীবন তোমাকে ভালোবাসতে

মানুষকে বুঝতে এক জীবন চাই
এক জীবন প্রতিশোধ নিতে

দুঃখ বুঝতে এক জীবন চাই
এক জীবন দুঃখীদের পাশে থাকতে

সন্তানদের মানুষ করতে
তাদের শেষ দিন পর্যন্ত পাশে থাকতে
সন্তান প্রতি একটি করে জীবন চাই
অন‍্যথায় জীবনের বাঁকে বাঁকে কষ্ট পাবে ওরা
পৃথিবী বড়োই নিষ্ঠুর

মাঝে মাঝে অমর হতেও ইচ্ছে করে
তবে কখনই নাই হতে ইচ্ছে করে না আর
নাই তো নাই
কিছুই নাই
ইচ্ছেও নাই।