বড়ো স্বপ্ন জীবনে কখনই দেখিনি
এজন্য বোধহয় বড়োও হতে পারিনি।
ছোটো ছোটো কিছু স্বপ্ন ছিল
কিছু কিছুর আংশিক পূরণ হয়েছে
বাকিগুলোর অকাল মৃত্যু।
নিজ থেকে নতুন করে স্বপ্ন দেখা
এখন একেবারেই বন্ধ।
অন্যদের দেখলে মাঝে মাঝে
কিছু ছোটো স্বপ্ন মনে উঁকি দেয় ঠিকই
কিন্তু ওই উঁকি দেওয়া পর্যন্তই।
পরে নতুন কিছু ছোটো স্বপ্ন উঁকি দিলে
পুরাতন উঁকি দেওয়া ছোটো স্বপ্নগুলোর মৃত্যু হয়।
এভাবেই ছোটো ছোটো স্বপ্ন
উঁকি দিয়ে দিয়ে মরতে থাকে
আর আমি বাঁচতে থাকি।
নতুন স্বপ্ন দেখতে ভীষণ ভয় লাগে
যদি আংশিক পূরণ হওয়া স্বপ্নগুলোও হারিয়ে ফেলি।
তাই স্বপ্নহীন জীবনযাপনই
এখন আমার জীবনের স্বপ্ন।