চিৎকার করে পৃথিবীকে বলতে ইচ্ছে করে এই কবিতা তুমি লিখোনি প্রিয় কবি
এটা আমার কবিতা।

জানি এ কথা শুনার পর
সবাই হো হো করে হেসে ওঠবে
অনেকেই পাগল বলে আখ্যায়িত করবে।

কিন্তু আমার জীবনের
সব চাওয়া-পাওয়া-না পাওয়া
সব দুঃখ-কষ্ট-ব‍্যাথা
সব অর্জন-সফলতা-ব‍্যর্থতা
সব নিরবতা-হুংকার-অহংকার-হাহাকার
সব ভালোবাসা-ঘৃণা
সব আশীর্বাদ-অভিশাপ

আরো যা প্রকাশ করতে পারি না এর সবকিছুরই এত মিল কিভাবে হলো এই কবিতায়?

শুধু কি আমার?
মনে হয় এ যেন মহাবিস্ফোরণ তত্ত্বের অকল্পনীয় বিন্দুর মতো পৃথিবীর
সব মানুষের-
আশা-আকাঙ্ক্ষা
সুখ-দুঃখ
বলা-না বলা সব কথা
ঘনীভূত অবস্থায় আছে এই এক কবিতায়।

এই কবিতা সম্প্রসারণের মাধ্যমে যে যা চায়-যতটুকু চায় সব পাবে মহাকাল ধরে, মহাকাল পরে।

বাইশ বছর বয়সে তুমি কার বরে লিখেছিলে এমন কবিতা?

এক কবিতা যেন এক মহাকাব‍্য

তোমার এই কবিতা যতবার পড়ি
ততবার বাঁচি
ততবার মরি

এত প্রেম এত বিরহ এত আশীর্বাদ এত অভিশাপ
এত ছন্দ এত দ্বিধা এত দ্বন্দ্ব
হঠাৎ দাঁড়ায় লোম, হঠাৎ শ্বাস বন্ধ

এত আশা এত হতাশা এত স্বপ্ন
এত শক্তি এত সৃষ্টি এত ধ্বংস
কাউকে করে রক্ষা কাউকে নিবংশ

এত ভয় এত সাহস এত অত‍্যাচার
এত যুদ্ধ এত রক্ত এত তোলপাড়
এত ক্ষোভ এত ঝড় এত শান্ত
এত পাষাণ এত কোমল এত প্রাণবন্ত
এত অভিযোগ এত প্রতিবাদ এত নিঃশ্বাস
এত উন্মত্ত এত নির্ভীক এত উচ্ছ্বাস

এত হাসি-কান্না
এত উত্থান-পতন
এত বেগ-আবেগ
এত চেতন-অচেতন
এত শান্তি-অশান্তি
এত সম্পদ-নিঃস্ব
কখনও স্থির, কখনও কাঁপে মহাবিশ্ব

তোমার এই কবিতা মানব জাতির শেষ দিন পর্যন্ত-
দুর্বলকে শক্তি দিবে
ভীতুকে সাহস
অত‍্যাচারীদের জন‍্য হুমকি
অসহায়-নিঃস্ব-নির্যাতিতদের কাছে
বেঁচে থাকার আশা ভরসা প্রেরণা।

সূর্য থেকে শক্তিশালী
সমুদ্র থেকে গভীর
আকাশ থেকেও বিশাল
তোমার এই কবিতা।

এত বিষ্ময়
এত স্পষ্ট সত‍্যের সত‍্য
প্রয়োজনে-
যে শিশু সেই পিতা
যে শান্ত সেই উচ্ছৃঙ্খল
যে সৃষ্টি করে সেই করে ধ্বংস
যে বিশ্বস্ত বন্ধু সেই চিরশত্রু
যে শাস্তি দেয় সেই দেয় মুক্তি
যে গুরু সেই শিষ‍্য
যে স্বেচ্ছাচার সেই মানবিক

কোনো আপস করোনি-
এত নিয়ম এত অনিয়ম
এত মুক্ত এত শৃঙ্খল
এত আত্মত্যাগ  

এত রূপ এত কুৎসিত
এত মধু এত বিষ
এত আত্মসম্মান

এত
সংস্কার-কুসংস্কার
ত্রাস-উল্লাস
মান-অভিমান
ব‍্যাথা-বেদনা-কাতরতা
রাগ-রাগিণী
আত্মবিশ্বাস
এত সর্বনাশ

এ শুধু এক কবিতা নয়
এ যেনো 'বিদ্রোহী' নামের মহাশক্তিধর অমর কোনো কাল্পনিক চরিত্রের বাস্তব রূপ।

তোমার থেকেও মহাশক্তিশালী তোমার এই সৃষ্টি
তোমার সৃষ্টির কাছে তুমিই যেন অতি তুচ্ছ।

এই অমর কবিতার কাছে সজ্ঞানে আত্মসমর্পণ করলাম।