ইচ্ছে হয়
গা ভাসাই
স্রোতের অনুকূলে দুলতে দুলতে
চলতে থাকি নাচতে নাচতে
ঢেউয়ে ঢেউয়ে যাক্ জীবন
হোক না হয় সহমরণ
জানি বা না জানি
মানি বা না মানি
সত্যবাদী মিথ্যাবাদী বা চাটুকার
সবার কথায় বলে ওঠি—বাহ্, চমৎকার
মিল থেকে যে অমিলই বেশি
থাক্ তবু সবাই খুশী
আমার আমিকে বিচ্ছিন্ন করে
এক হয়ে যাই আপন পরে
প্রতিকূলে আর কত চলা
নিজের সাথে ছলাকলা
ইমানদার বেইমানদার একাকার
নিজেকে বেচে, হই সমঝদার।