বছর ধরে আশায় থাকি
কবে তুমি আসবে ঘরে
এবার তোমায় ছাড়ব না মা
আঁচল ধরে থাকব পড়ে
মাগো তোমার পায়ে পড়ি
মাথা ঠুকি বারে বারে
আগের সময় নাই মাগো আর
আশীর্বাদ দাও বাড়িয়ে
চারিদিকে ঘোর অন্ধকার মা
অমানুষেরাও গেছে বেড়ে
মরতে মরতে, বেঁচে আছে যারা
তারাও বুঝি যাবে মরে
আগের সময় নাই মাগো আর
আশীর্বাদ দাও বাড়িয়ে
আশীর্বাদ যদি না বাড়াও মা
একেবারেই নাও গো তুলে
আর কতকাল মরব মাগো
পশুর হাতে, ছলে, বলে।