কী আর বলিব জনাব
যে মারে, সেই বলে
হত‍্যা মহাপাপ

কোন বরে, কার হাতে পায়ে ধরে
হয়েছে একটু বড়ো
এই নিয়ে তার গর্ব অপার
ভয়ে সবাই জড়সড়

আচার-আচরণ-কাজ-সততার
একটিরও নেই মাপকাঠি
পূর্বকে পশ্চিম
উত্তরকে দক্ষিণ বলেও
চালিয়ে দেয় লাঠি

শাস্তি দিয়ে যায়
যখন যাকে চায়
ভুল হোক বা ঠিক

করে না প্রতিবাদ
সবার যে বাঁধা হাত
মনে মনে দেয় ধিক

কতদিন সইবে, কার কাছে কইবে
এ যে ভীষণ জ্বালা
কথা বলতে পেরেও পারে না বলিতে
মুখে দিয়ে রাখে তালা

কিছু তেলবাজ
সকাল দুপুর সাঁঝ
তেল দিয়ে ভাসায় রোজ

ভেবে ঘুম হারাম
আর কীভাবে দিবে আরাম
পারলে নিজেকে রেঁধে দেয় ভোজ

এভাবেই চলে ক্ষমতার বলে
যতদিন থাকে সিংহাসনে
ক্ষমতা শেষে
লোকে মুচকি হেসে
থু থু ফেলে তার নামে।