দিনেও কালো হয়
রাতেও আলো হয়
ধ্বংসের পরও সৃষ্টি হয়
চৈত্র মাসেও বৃষ্টি হয়
সমুদ্রও শান্ত হয়
উচ্ছৃঙ্খলও ক্ষান্ত হয়
কষ্টেরও শেষ হয়
দুঃখেরও মৃত্যু হয়
শূন্যও পূর্ণ হয়
অহংকারও চূর্ণ হয়
বয়সও বৃদ্ধ হয়
অশুদ্ধও শুদ্ধ হয়
পাখিরাও নীড়ে ফিরে
ঘুড়িও আকাশে উড়ে
ভুলও ক্ষমা পায়
শীতও চলে যায়
নদীরাও দিক হারায়
আকাশও রং পাল্টায়
তুমিও ফিরে এসো
যদি তোমার মন বদলায়