হার তো আমি অনেক আগেই মেনে নিয়েছি
আমি জানি
কুলাঙ্গারদের সাথে বড় ক্ষতি ছাড়া
জেতা যায় না কখনো
কেউ পারেনি
আমি জেতার জন্য
না পারব কুলাঙ্গার হতে
না পারব বড় কোনো ক্ষতি উৎসর্গ করতে
আর কতজনের সাথে জিতব?
তাই বারবার
ছোট ছোট হার
মেনে নিয়েই চলি
তবে কেউ যদি একেবারেই হারিয়ে দিতে চায়
তখন বড় ক্ষতিও উৎসর্গ করতে প্রস্তুত
আমি একেবারেই হেরে গেলে
তাকেও বড়ো দুঃখ ছাড়া জিততে দিব না
মানুষের সবচেয়ে বড় দুঃখের ঠিকানা
কুলাঙ্গারদের আরো ভালো করে জানা
তারা যে সে জায়গাতেই বারবার আঘাত করে।