মনে মনে কবি হয়ে
ঘুম নেই দু'চোখে
কেউবা একটু বাহবা দিলে
জড়ায়ে ধরি বুকে।
আচরণে কেউ বুঝিয়ে দেয়
তুইও হবি কবি?
কবিদের মার খেয়ে
বস্ত্র হারাবি।
কষ্ট পেলেও সান্ত্বনা দিয়ে
নিজেই খুঁজি জবাব
কবি তো আমি চাইনি হতে
কে দিলো এই অভিশাপ?
রবীন্দ্রনাথ বিশ্বকবি
হননি তো একদিনে
নজরুলও বিদ্রোহী কবি
হয়েছেন দিনে দিনে।
অভিশপ্ত যদি করলেই আমায়
করি মিনতি
জীবনে যেন একটি কবিতার
পাই স্বীকৃতি।