কোটি বছর ধরে নিজেকে পুড়িয়ে
বাঁচিয়ে রেখেছে ধরা
ধরাকে সরা জ্ঞান করে
উল্লাস করে ওরা
ফুল ফল লতা পাতা শস্য দানা
সব প্রাণীও বেঁচে আছে সূর্যের করুণায়
আদিকাল থেকে জ্বলছে তবু
নিজে কী পেল
অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিলো
অথচ তার অজানা আশির্বাদেও
বড়াই করে কত শত
চাঁদ যেমন করে জোৎস্নাকে নিয়ে
অহংকারে সদা মত্ত
সূর্যের মতো কিছু মানুষও
পুড়ছে জীবনভর
তাঁদের আলোতে রথী মহারথীরা
প্রশংসিত ও সুন্দর।