'গরিব কবি' শিরোনামে কবিতায়
আমার ক্ষুদ্র পাঠককুলে
প্রথম আবেদন করে
স্বীকৃতি চাই
আমিও কবি হবো
আত্মপ্রকাশ করি আত্মবিশ্বাস থেকে
সেপ্টেম্বর ২০২৩ এর শেষের দিকে
জীবনে কিছু কবিতা লিখলেও
প্রকাশ করার ইচ্ছা ও সাহস হয়নি কখনো
নিজেকে কবি ভাবতে গিয়ে লজ্জায়
পনেরো বিশ বছর পর
সেগুলো ছিঁড়ে ফেলে দিই
এতদিন পর
কোন শাপে
আবারো দংশিল মোরে
আমিও কবি হবো
আমাকে দিয়ে শপথই করিয়ে নিলো
পৃথিবীতে যদি আত্মবিশ্বাসের কোনো অস্তিত্ব থাকে
তবে পৃথিবীর কবিদের তালিকার একেবারে নিচে হলেও
আমি স্থান করে নিবো
আমিও কবি হবো
যদি তাও না পারি
তবে ধিক্কারের সহিত
আমার আত্মবিশ্বাসকে
তিরস্কার করার অধিকার
আমি আপনাদেরকে দিলাম
সেইসাথে
ভবিষ্যতে আমার আত্মবিশ্বাসের
আত্মহত্যার জন্য
কেউ দায়ী নয়
এই কবিতা রইল তার সাক্ষী ।