আমার অনেক আপন মানুষ আছে
বাসায় জানে বাহিরে আছে
বাহির জানে বাসায় আছে
বন্ধুরা জানে সহকর্মীদের মধ্যে
সহকর্মীরা জানে বন্ধুদের মধ্যে
কাছের আত্মীয়রা জানে
দূরের আত্মীয়দের মধ্যে
দূরের আত্মীয়রা জানে
কাছের আত্মীয়দের মধ্যে
গ্রাম জানে শহরে আছে
শহর জানে গ্রামে আছে
আমি তো জানি
আমার আপন মানুষ বলতে
শুধুই আমি
একবার ভেঙে পড়লে
একবার অসহায় হলে
একবার পা পিছলালে
খুশিতে
সেই রাতে
আমার আপন মানুষেরা
নির্ঘুম রাত কাটাবে।