টাকার পাহাড় গড়তে
গরিবের আহার কাড়তে
ভণ্ডামি, নেতাগিরি আমিও পারি
দিনে মহামানব, বক্তৃতা
রাতে মদ নারী
আকাশে উড়াউড়ি, আমিও পারি
খারাপ কাজে মত্ত
ইচ্ছেমতো শর্ত
নিষ্ঠুরতার আগ্নেয়গিরি, আমিও পারি
লেবাস লাগিয়ে
সুগন্ধি ছড়িয়ে
দুহাত নাড়িয়ে, দাদাগিরি আমিও পারি
দুর্বলদের আঘাত করে
সবলদের পায়ে পড়ে
ঘষাঘষি চাটুকারি, আমিও পারি
হতে পারি সবই
সাগর পাহাড় নদী
অথবা আকাশ বাতাস ঘূর্ণিঝড়
হতে পারলেও হই না
আমিত্ব হারাতে চাই না
কোনোকিছু করতে, মনকে হয় গড়তে।