আমি মহারাজ হলে
ছোটো ছোটো অপরাধের
বড়ো বড়ো দণ্ড দিতাম
তাহলে বড়ো বড়ো অপরাধীর জন্ম হতো না।
একটি হত্যার পূর্বে হত্যাকারী
অনেককে মানসিকভাবে হত্যা করে
একটি ধর্ষণের পূর্বে ধর্ষণকারী
অনেককে বিভিন্নভাবে যৌন হয়রানি করে
একটি ডাকাতির পূর্বে ডাকাত
অসংখ্যবার চুরি করে
একটি বেইমানির পূর্বে বেইমান
অজস্র মিথ্যা কথা বলে।
হঠাৎ করে সম্ভব নয়
অনেকের জীবন তছনছ করেই
কেউ ভয়ানক অমানুষ হয়
যেমন হয় একজন প্রকৃত মানুষ-
হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণা
সহ্য করতে করতে
নিজেকে পুড়তে পুড়তে।
আমি মহারাজ হলে
মানুষের কাজের কষ্ট বাড়িয়ে দিয়ে
দুঃখ করতাম শূণ্য
কাজই হতো আমার প্রথম পূণ্য।
আমি মহারাজ হলে
সবার মৌলিক অধিকার নিশ্চিত করে
অন্যান্য ফালতু কাজ করতাম।
কাউকে বন্য পশুর মতো
যেমন খুশি তেমন চলতে দিতাম না
যা খুশি তা করতে দিতাম না।
আমি মহারাজ হলে
পৃথিবীকে সম্পদশালী করতাম
মানুষকে না।
আমি মহারাজ হলে
ভালো কাজ ও ভালো মানুষই হতো
সবচেয়ে সম্মানীত
তা যত ছোটো কাজই হোক
সে যত ছোটো মানুষই হোক
আমি মহারাজ হলে
কারো সমস্যার জন্য
তাকে আমার কাছে আসার আগে
যার জন্য সমস্যা হলো
তাকে আমার কাছে নিয়ে আসতাম
এনে, ভালোভাবে তাকে দেখতাম
কে সেই লোক?
যে মহারাজ থেকেও শক্তিশালী।