যদিও আমার ব্যর্থতার গল্প শুনে
আপনারা মুখে মুখে যন্ত্রণায়
কাতরাতে থাকেন।
সমবেদনায়, অনুশোচনায়
আপনাদের চেহারা বিবর্ণ হয়ে যায়।
ইশ! ইশ! করে আমাকে সান্ত্বনা দিয়ে
উজ্জীবিত করার মেকি চেষ্টা চালিয়ে যান।
কিন্তু আমার শকুন দৃষ্টি
আপনাদের এই বিবর্ণ চেহারার এক কোণে
লুকায়িত মহাখুশির শব্দহীন হাসিটা এড়ায় না।
আমি জানি আমার সফলতা থেকে ব্যর্থতার গল্প শুনতেই
আপনারা বেশি ভালোবাসেন।
কিন্তু আমি ইচ্ছে করে কীভাবে
বার বার ব্যর্থ হই
ব্যর্থ হতে কার ভালোলাগে।
তাছাড়া প্রতিবার ব্যর্থতার পর
আমার এবং পরিবারের
ভাঙা মনে সৃষ্ট ক্ষতও
সহজে শুকাতে চায় না।
আমি দুঃখিত
আমি সবসময় আপনাদেরকে
খুশি করতে পারি না।