তথাকথিত সুখ আমাকে সুখী করে না
ওসবে আমার দুঃখ আরো বেড়ে যায়
গুটিয়ে রাখি নিজেকে
শামুকের মতো
কচ্ছপের মতো
আমার সুখগুলো ক্ষুদ্র ক্ষুদ্র
নীরব, শান্ত
কিউমুলাস মেঘের মতো
উড়ে উড়ে হারিয়ে যায়
হৈ হুল্লোড় ভালো লাগে না
সুখের পিরামিড ভালো লাগে না
আকাশ ছুঁতে ভালো লাগে না
মাখামাখি সুখ ভালো লাগে না
পেছনে থাকতে ভালো লাগে
একা থাকতে ভালো লাগে
বিক্ষিপ্ত সুখ ভালো লাগে
বিচ্ছিন্ন সুখ ভালো লাগে
আশা করি না কাউকে
আশা করি না কোনোকিছু
যা হবে তাই হোক
কিছু না হলেও অবাক হব না
এলোমেলো সুখ আমার
দুঃখমিশ্রিত সুখ আমার
সাদাকালো সুখেই সুখী আমি
তৈলাক্ত বাঁশ বাওয়া রঙিন সুখে আমি অসুস্থ বোধ করি।