আমার আকাশে
লক্ষাধিক তারা জ্বলে নিভে
সহস্রাধিক জ্বলতে জ্বলতে খসে পড়ে
উড়ে যায়, নাম না জানা কত পাখি
কত রঙের, কত ঢং এর
কখনো ঝাঁকে ঝাঁকে
কখনো জোড়ায় জোড়ায়
কখনো সঙ্গীহীন একা একা
কত ধরনের মেঘ ভেসে বেড়ায়
তারপর বৃষ্টি
মাঝে মাঝে গুড়ি গুড়ি
মাঝে মাঝে মুষলধারে
কখনো ঘূর্ণিঝড়
এক সময় থেমে যায়
পরিষ্কার সুন্দর নির্মল আকাশ
আবার আসে আরো ভয়ংকর হয়ে
আছে সূর্য আছে চাঁদ
আরো অগণিত জ্যোতিষ্ক
দিন হয় রাত হয়
দিনে রাত হয়, রাতে দিন
সকাল হয় সন্ধ্যা হয়
সকালে সন্ধ্যা হয়, সন্ধ্যায় সকাল
নিয়ম মানে না সবসময়
আমি জানি আমি আছি
আমি জানব না আমি ছিলাম
আমার আকাশও থাকবে না
থাকবে অন্যদের আকাশ।