স্রোতাশিনী নদীর বুকে জেগে উঠে চরা
মাঝ নদীতে জাগা চরায় দাড়িয়ে ভাবি
এই নদীটা মরা।
চরার উপর হচ্ছে কিছু, দুব্বা-কাশের ঝোঁপ
সাদা ফুল হয়নি এখনো, হয়নি দুব্বাবন।
কিছু দুরে ফাঁকে ফাঁকে, হচ্ছে কাশের ঝোপ
সময় পেরিয়ে হয়তো একদিন, হবে মাটির লোক।
জানি না তার আদ্যপান্ত, জানা নাই তার ধারা
কেমন ছিল, তার জীবনটা, কেমন চলাফেরা।
জীবন বাঁকের সময় ফেরে, আজকে এটা চরা
একদিন যে ছিল ধারা, মোটেও ছিল না মরা।
সময় ফেরে একদিন সে, পাবে না ফিরে সারা
তাই কী ভাই যাবে বলা! পেতেও পারে ধারা।
প্রকৃতির যে এমন রূপ, কেমন চলাফেরা
হয়তো সেদিন দেখবো মোরা খুব দুরে নয় ফেরা।
***