আমার জন্ম গ্রাম বাংলার এক অজ পারাগাঁয়
ছেড়েছি সেথা অনাদরে, শিক্ষার আলো লাগাতে গাঁয়।
নিয়েছি শিক্ষা, ছেড়েছি মাটির মানুষের সাথে মেশা
তাদের কাছে গেলেই আজো, প্রাণে লাগে অন্য এক নেশা।

পারিনি ভুলতে, সেই মাটির গন্ধ
লেগে আছে যা আমার মনে-প্রাণে
ভালোবাসার টানে ইচ্ছেটা আজো
জাগে যেতে সেই গ্রামে।

সেই গ্রামখানা আজো আছে,
মাটির ঘ্রাণে মাখামাখি,
হাড়িয়েছি আমি, আমার সেই
ঘ্রাণের স্নেহমাখা প্রাণখানি।
ফিরে পেতে ফিরি সেই গ্রামে, যাই ছুটে বারবার,
যদি পাই ফিরে, আমার হারানো স্মৃতিমাখা প্রাণখানি আবার।

সুধাই আমার প্রাণের দেবতায়, দাও ফিরিয়ে
সেই হারানো স্নেহমাখা প্রাণখানি।
প্রাণের দেবতা, বলে আমায়, আমাতে তোমার নাহি কোন দায়
যাও সেথা করি নত মাথা, যেথা হারিয়েছো তোমার স্মৃতিকথা,
ফিরে পাবে তুমি, মেঠো পথো সবই, রয়েছে খোজার বাকি
হাতরিয়ে দেখো, সবই আছে তোমার হৃদয় করে মাখামাখি।

সত্যিতো! পেয়েছি সবই, হারিয়েছিলাম যা, মনের ভুলে
সেই গ্রামে যেথায় রয়েছে ভুলে যাওয়া সব স্মৃতি,
হারায়নি কিছু, পেয়েছি সবকিছু, হয়েছে পাওয়ার ইতি,
কৃতজ্ঞতায় স্মরি, মনের দেবতারে, ধন্যবাদ প্রকৃতি।

১১/০৩/২০২০ খ্রি.