শিশুকালের স্বপ্নগুলো
পিতা-মাতার মুখে
শুনেশুনে বড় হতেই
মাথাটা যায় গুলে।
সন্তান হবে ডাক্তার-
ইঞ্জিনিয়ার বা জজ-ব্যারিষ্টার
কেউবা আবার স্বপ্ন দেখায়
আকাশ পাড়ি দেবার।
পাইলট হয়ে বিশ্বকে
করবে সহজে জয়,
দেশ হতে দেশ-দেশান্তরে
গাড়ী-ঘোড়ায় চড়ে চড়ে
যাওয়ার ধৈয্য কী আর রয়?
সঠিক চর্চা না করিলে
স্বপ্নটা স্বপ্নই রয়!
হোচট খেয়ে, মাটির মানুষ
মানুষ হয়,
স্ব-মহিমায়।
০১/০৪/২০১৯ খ্রি।