১৬ ডিসেম্বর, ১৯৭১ রেস কোর্স ময়দান রমনা ঢাকায়
৯৩,০০০ সেনা সদস্যসহ হানাদারদল আত্মসমর্পন করল সেথায়,
বিজয় পতাকা উড়লো আকাশে লাল-সবুজ রং নিয়ে
ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্ত, সবুজের বুকে ঢেলে দিয়ে,
অবসান হলো, নয় মাসের যুদ্ধ, বাঙ্গালীর বিজয় নিয়ে।
শাসকের রক্তচক্ষু, গোলাগুলি, আর শাসন-শোষণ,
ছিন্ন করেছে, ষড়যন্ত্রকারীর দুই মেরুকে এক করা কৌশল,
অবলা যত ছিল না পিছে, মাকে বাঁচাতে সতীত্বকে দিয়েছে বিসর্জন,
লক্ষ জননীর কোল হয়েছে খালি, বাংলা-মা বিজয়ী যখন।
বিজয় পতাকা উড়ালো, সেই ষোলই ডিসেম্বর
বাংলার বুকে এল যে এক নতুন কলেবর।
প্রতিবছর ষোলই ডিসেম্বর, বিশ্বে আজ নক্ষত্রে উজ্জ্বল,
জ্বলেছে আলো, কেটেছে অন্ধকার, থেমে গেছে সব ঝড়।
আমার জননী, আমার দেশমাতা, আমার প্রনাম নিও,
নমন করি-মা, তুমিযে আমার প্রাণের থেকেও প্রিয়।