ফিকে স্বপ্ন হৃদয় নিরব
মলিন বদন চলমান সদা, দৃষ্টি পলকহীন।
স্মৃতিগুলো সব দানা বাঁধে কোথায়
জীবন থমকে যাওয়ার, সময় আগমন
সময়গুনে জীবন খোজে
পাওয়া-না, পাওয়ার মিল।

কত স্বপ্ন ছিল মনেতে
পূরণ হয়েছে কিছু সেখানে
রয়েছে বাকী আরো কতযে
সেগুলোর হিসাব মিলবে কবে?

স্বপ্নগুলো করতে পূরণ
বাস্তবতার সাথে করতে হয় রণ।
নিজেকে নিজে করতে হয় গঠন।
সর্বদা সঠিক পথে চলন
কখনো হতে হয়, বিপথে গমন
নিজের কাজকে সম্মান দেখান
সময়কে সঠিক করেন মূল্যায়ন
প্রকৃতিকেও করতে হবে স্মরণ
তবেইতো হতে পারে, স্বপ্ন পূরণ।

     ***
লেখা: ১১ নভেম্বর, ২০২৪ খ্রি.
সময়: সকাল ৭-২৫ মিনিট।