আজি হৃদয়ের রক্তক্ষরণ, লোমকুপে বহমান
দেখা যাচ্ছে বাহির আবরণে, ক্ষত অন্তরাল।
বিশ্ব আজি হত-বিহ্বল, বহির্রাঙ্গের দৃশ্যে,
অন্তরে মোর ক্ষত যত, পশিবো কার স্পর্শে।

ত্রাসিত আমি প্রতি মুহুর্তে, আতঙ্কিত হৃদয়,
ক্ষরিত রক্ত দেখে অনেকে, ক্ষত দেখির অভাব।
হৃদয় স্পর্শিত বুলির মধ্যে, আন্তরিকতাহীন,
আপন ভুবনে আশ্রিত আমি, জীবন কন্টাকীন।
জন্ম যেথা, আজন্ম পাপ, ধরা পরে অবস্থান,
ক্ষরিত জীবন, চলমান সদা বিহিত অসম্মান।
ভারাক্রান্ত হৃদয়ে ভাবি, জীবন এটা কী!
হে বিধাতা! কোন পাপে আজি, আমরা অর্বাচীন?

হে পরমবন্ধু! তোমার আশ্রয়ে আশ্রিত করো মোদের
ফিরিয়ে দাও সেই আশ্রয়টি! যেথা মোহশূন্য জীবনীর,
প্রতিষ্ঠা করো মানসিকতা,  উদার করো সমাজ,
ক্ষমো সকলেরে, বিবেকহীনতার বিদায় করে আজ।

সাম্যের বাণী নিভৃত আজ, সহিংসতাপূর্ণ সমাজ
রাষ্ট্রযন্ত্র নির্দেশনাহীন, চক্রান্তকারীর উল্লাস।
উৎসাহিত বোধে, চলমান সমাজ চক্রান্তী সরব,
নিষ্কাসিত করো, এই সমাজকে সাম্য প্রতিষ্ঠায়,
প্রার্থনা তোমার পাদপদ্মে, আমার এ সময়।।

                       ***