রবির আলো আধার কেটে
ফুটে যখন ধরায়,
সকল আধার যায় যে কেটে
পৃথিবী আলোকময় হয়।

আলো ফুটলে চলে সবাই
নিজ নিজ কাজে,
ভালো-মন্দ হাসি-খুশি
থাকে হৃদয় মাঝে।

আলো পেয়ে আলোর মতই
কেউবা ছড়ায় তেজ,
কেউবা আবার আপন মনে
আলোয় বাঁধায় প্যাচ।

সকল বাঁধা পেরিয়ে যখন
আলো সঠিক পথে,
সবাই তখন সঠিক পথের
ঠিক দিশাটাই দেখে।

         ***