স্বপ্নগুলো মলিন হয়ে রয়েছে স্মৃতির কোণে
মনে পড়ে প্রতিক্ষণে, স্মৃতির সেই এ্যালবামে
সকালবেলা ঘুম ভাঙ্গতো হরেক পাখির ডাকে
খালি গায়ে, খালি পায়ে ছুটতাম সব একজায়গাতে
জড়ো হয়ে সবাই মিলে করতাম কোলাহল
কেউবা খেলায় ব্যস্ত আবার কেউবা পড়ায় মশগুল।
অজিত, সঞ্জয়, বিষ্ণ, সুশান্ত, সনো, মাতং, আনন্দ
আরো থাকতো কালী, লক্ষ্মী, মালতী ও মোম
আলোচনায় থাকতাম মশগুল
সময় হাতে থাকতো কম,
স্কুল যাওয়ার সময় আগত
ছুটতাম সবাই স্কুলের পথে দ্রুত
প্রতিযোগীতা থাকত নিজের মতে
কার আগে কে থাকবে পথে।
দিনে দিনে দিনের শেষে
অনেক স্মৃতিই চোখে ভাসে
এতটা সময় পরে আজি
আমি খুজি সেই সকল কোথায় আজি-
সঞ্জয়, মমতা, মালতী, লক্ষ্মী, সুশান্ত
হয়েছে তারা দেশন্তরি
সনো গেছে সব মায়া ছাড়ি নিজধাম।
আছে যারা আশেপাশে
হয়না তারা একসাথে, সবাই আছে আপনমতে
ছেড়ে সবাই সেই কৈশর কলরব।
হয়না দেখা আজ কারো সাথে
কথা হয় কারো সাথে প্রযুক্তির দানে
কেউবা আছে নিজ অবস্থান
কেউবা দূরে বহুদুরে থাকছে আপন মনে
কেউবা আবার গেছে চলে
সবাইকে ছেড়ে সেই নিজধামে।
যেথায় সবাই যাব একসময়
ভিসা রয়েছে জীবোদশায়
ভুলে রয়েছি সে বিষয়
শুধ প্রত্যাশা গোলকধাম।
***