ঋতু বৈচিত্রের এই বাংলায়
বারো মাসে ষড় ঋতু হয়
ঋতু সদা থাকে বহমান
চতুর্থ ঋতুরাণী হেমন্ত যার নাম।
কৃত্তিকা ও আর্দ্রা তারার নাম অনুসরণে
কার্তিক-অগ্রহায়ণ মাসের সমন্বয়ে
হেমন্ত ঋতু ধরায় চলে বয়ে
সকালটা শুরু হয় শিশির ভেজা তার সাজ
কুয়াশার প্রকৃতিতে জাগে শীতের আগমন।
মাঠের সোনালি পাকা ধান,
কৃষককে করে আনন্দ দান
জড়িয়ে থাকে তাদের হাসি-কান্না
জোক এর তাড়নায় অনেকে পায় বেদনা,
তবুও সবাই মিলে করে আয়োজন
নবান্ন উৎসব করে উৎযাপন।
হেমন্তে পাল্টে প্রকৃতি ও মানুষ
গ্রাম্য পরিবেশ থাকে আনন্দে মগন,
গ্রাম্য মেলা, ঘরে ঘরে পিঠা-পায়েস আয়োজন,
গন্ধরাজ, মল্লিকা, কামিনী ফুলের সুঘ্রাণ
সকলের মনকে করে আনন্দ দান।
খেজুরের রস সংগ্রহে গাছি প্রস্তুত
কৃষক শুরু করে নতুন আলু উত্তোলন।
নতুন সব্জির সাথে, রসনার সাধ
ভোজনপ্রিয় বাঙ্গালী, তৃপ্ত সকল।
বৈষ্যয়িক ভাবে পরিবর্তিতভাবে
হেমন্ত থাকুক বহমান প্রকৃত,
এই জগতে।।
***