যখন থাকে গতি
বলেন তখন কিসের ক্ষতি?
সম্মানিত করতে তাকে
একটু হাসিমাখা মুখে!

সম্মান পেলে ঐ হৃদয়টা
বুকে বাঁধে আরো প্রত্যাশা
নূতন সৃষ্টি করতে তাহার
আগ্রহটা যায় বেড়ে যায়।

একটুখানি মুখের হাসি
প্রাথিষ্টানিক সুখের বাণী
যদি সে পায় জীবনে
ধন্য যে হয় সেই জীবনী।

কিন্তু আমরা এমন প্রাণী
জীবন থাকতে তাকে না মানী
চলে গেলে ধরা থেকে
উৎসাহিত হই, সম্মানিত করতে তাকে।

এই প্রেমে লাভটা কী হয়?
সম্মানটা সে নাহি পায়
সমাজ যখন দেখে তাকে
সে নাহি থাকে এই সমাজে?

আসুন আমরা ফিরে দেখি
প্রথা বদলে ভূমিকা রাখি,
সম্মানির প্রাপ্ত সম্মান
জীবদশায় করি প্রদান।

লেখা-০৯/০১/২০২২