পরিবার সে-তো,
দাদা-দাদি, কাকা-কাকি, বাবা-মা আর ভাই-বোন।
পরিবারের বাইরেও প্রতিবেশী আপন জন,
প্রতিবেশী মিলে বসবাস আর খেলা;
সকলের সাথে, সকলের মিলন মেলা।

পরিবার সে-তো,
সুখ-দুঃখ, হাসি-আনন্দ ভাগাভাগি করে চলা।
সবার কল্যাণের দিনগুলো, ভালো-মন্দ নিয়ে বলা,
সমাজের সকলের সাথে দ্বন্দ মিটিয়ে চলা।

পরিবার সে-তো,
প্রেম-প্রতিদান, ভালোবাসার অহংকার।
সবাইকে নিয়ে সঠিক পথে স্বপ্নের আড়ম্বর,
সঠিক পথে এগিয়ে দেয়া, স্বপ্নের প্রাণিকে,
দ্বন্দের পথ মিটিয়ে, মোরা চলবো একসাথে।

পরিবার সে-তো,
আলো-আধারের পথের অবসান করা,
ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলী দিয়ে
সকলকে নিয়ে আধার হতে আলোর পথে ফেরা।।

                     ***