পঞ্চমীতে আজ মা তোমায়
করছি আহবান,
তোমার চোখে দেখছি যে মা
আমার চোখের জল।

আবেগে আপ্লুত হচ্ছি
আমি প্রতি ক্ষণে ক্ষণে
ভাবছি আমি কীভাবে
প্রাণের আকুলতা,
জানাবো তোমাকে।

যে জীবন প্রবাহিত হয়েছে
সাম্যের বাণী পেয়ে,
সে পথ আজি হচ্ছে মলিন
কতিপয় উদভ্রান্তের বিপথ আচরণে।

আজি তুমি এসেছো মাগো
দুঃখ বিনাশনে,
পেয়েছি অভয়, কেটেছে সংশয়
তোমার আগমনে।

হয়তো কিছু ঘটেছে অনাকাঙ্খিত ঘটন
রেখো না মনে, ভুলে যাও আনমনে,
তোমার আচলে যেন না লাগে কালিমা
প্রার্থনা করি আমি, তোমার পাদপদ্মে মা।
করে দাও ক্ষমা, অবুঝ যে আমি অভাগা।
স্থান দাও চরণে তোমার
মাথায় দাও, ধূলিকণা।

***

লেখার তারিখ ও সময়:
০৮/১০/২০২৪ খ্রি. সকাল: ৯-০০ ঘটিকা।