তুমি আসবে, জানি তুমি আসবেই
চির সত্য তুমি আসবে,
তোমার আসাতো গতি রুদ্ধ নয়!
তুমি আসবে এটাই নিরন্তর।

চন্দ্র, সূর্য, আকাশ-বাতাস-
রুদ্ধ করে তুমি আসবে,
তোমাকে আসতেই হবে
কারণ তুমি না এলে যে,
পাখি সুর তুলবে না,
প্রকৃতির নিয়ম হবে লঙ্ঘণ
সূর্য পুবে উঠে পশ্চিমে ডুব্বেনা।

কিন্তু জান, তুমি আস এটা কে-উ চায়না
তোমার আসা যে, আমার চলে যাওয়া,
তাইতো আমিও চাই না তুমি আস
কিন্তু প্রকৃতি! তোমাকে যে আসতেই হবে
আমি না চাইলেও তোমাকে নিরন্তর আসতেই হবে
আর তুমি না এলে যে, পূর্ণতা পাবো না আমি।
তাই আমিও চাই, তুমি আসো, তুমি তোমার প্রাকৃতিক
নিয়মেই আসো, নিরন্তর আসো, ভালোবেসে আসো।

তোমার আসা যে, আমার পূর্ণতা,
তুমি আসো, তুমিই এলেই আমার পূর্ণতা প্রাপ্তি হবে।

০৪/০৯/২০১৯ (আমার লেখা প্রথম কবিতা)