বিদর্ভনগরে অন্ধকারে বাস
তবু না ছিল মনে
বিন্দুমাত্র ফাঁস।

আধাঁরের আলোয় খেলে
তোমার রক্ত-মাংস অশনে
দিনে দিনে হতে থাকি
তোমার অন্তর্বাস।

রাখিলে জঠরে তুমি তিনশত দশ
দিনে দিনে দিন গুনে
শ্রেষ্ঠ কষ্টের অবসানে
আনলে আমায় ধরাতলে,
তোমার স্বপ্ন
করিতে সফল।

পেলে তুমি শ্রেষ্ঠ তৃপ্তি
হ’ল আমার মুক্তি
তোমার তরে আমার হ’ল
প্রাপ্তির অবসান,
হেথা হতেই পাব
আমি ফের পূর্ণধাম।।

       ***